ফ্রিল্যান্সিং কাকে বলে ? ফ্রিল্যান্সিং পেশাকে আমরা কি আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারি ?

 

What is freelancing in bangla? Can we take the freelancing profession as our career?
ফ্রিল্যান্সিং কাকে বলে ?  (What Is Freelancing In Bangla)


ভূমিকা


বর্তমানে ফ্রিল্যান্সিং (What Is Freelancing In Bangla) শব্দটি আমরা প্রায় সব সময় শুনে থাকি | এবং ফ্রিল্যান্সিং নিয়ে  আমাদের মনে অনেক সময় অনেক প্রশ্ন থাকে |  আজকে আমি আমার এ আর্টিকেল এর মাধ্যমে ফ্রিল্যান্সিং কাকে বলে, কিভাবে করা যায়, এটার ক্যারিয়ার বা ভবিষ্যৎ কী এ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব | 


ফ্রিল্যান্সিং কাকে বলে ? (What Is Freelancing In Bangla)


ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময়  ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পানি বা মালিকের কাজ ঘরে বসে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ করা কে ফ্রিল্যান্সিং বলে |


উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন আমরা কোনো জব বা  চাকরির জন্য কোন জায়গায় আবেদন করি তখন তারা আমাদের ইন্টারভিউ এর জন্য যেতে বলে, আমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হলে তারা আমাদের একটি নির্দিষ্ট স্যালারি দেয় এবং এর স্যালারি পাওয়ার জন্য আমাদের প্রতিদিন অফিসে যেতে হয় |  একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয় |  তারপর আমরা স্যালারি পাই |  অপরদিকে ফ্রিল্যান্সিং এ ও  আমাদের বায়ারের সাথে প্রথমে ইন্টারভিউ বা কথাবার্তা হয় কিন্তু সেটা কোন অফিসে গিয়ে নয় আমরা আমাদের ঘরে বসে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ দিয়ে সম্পূর্ণ করি | তারপর বায়ার আমাদের কাজ দেয় |  সেটার জন্য একটা সময় ও স্যালারি ও থাকে |  কিন্তু সময়টা আমরা আমাদের মত করে ব্যবহার করতে পারি |ইচ্ছে হলে পুরো সময় ধরে কিছুক্ষণ পরপর কাজ করতে পারি অথবা একটা নির্দিষ্ট সময় বুঝে কাজটা শেষ করে বাকি সময় ফ্রি থাকতে পারি |  কাজটা সম্পন্ন করার জন্য ও কোন অফিসে যেতে হয় না |  আমরা ঘরে বসে কাজটা করতে পারি | তাই ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়(What Is Freelancing In Bangla) |



ফ্রিল্যান্সিং কাকে বলে ? (What Is Freelancing In Bangla)
ফ্রিল্যান্সিং


ফ্রিল্যান্সিং পেশাকে আমরা কি আমাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারি ?


বর্তমানে আমাদের বাংলাদেশ ফ্রিল্যান্সারের সংখ্যা প্রায় ছয় লক্ষ |  এবং অনেক সফল ফ্রিল্যান্সার রয়েছে যারা মাসে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করে | এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, ফ্রিল্যান্সিং(Freelancing) করে লাখ লাখ টাকা এটা কি সম্ভব ? উত্তর হল হ্যাঁ সম্ভব |  আপনি যদি ইউটিউবে সার্চ করেন ফ্রিল্যান্সিং ইনকাম ইন বাংলাদেশ তাহলে আপনি অনেক ভিডিও পাবেন যেখানে অনেক ফ্রিল্যান্সার তাদের ইনকাম এর ভিডিও শেয়ার করেছেন |  তবে এই ইনকাম কিন্তু অল্পদিনে সম্ভব না | এর জন্য আপনাকে বিভিন্ন কোর্স করতে হবে, সময় দিতে হবে, জ্ঞান অর্জন করতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা নিতে হবে তখন আপনি বুঝতে পারবেন ফ্রিল্যান্সিং পেশাকে আপনি আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন কিনা | এখন আমি আপনাদের ফ্রিল্যান্সিংয়ে কিভাবে কাজ করতে হয় এ সম্পর্কে একটি আলোচনা করব__


ফ্রিল্যান্সার কারা


আমরা যারা অনলাইনের মাধ্যমে  ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কাজ সম্পন্ন করি আমাদেরকে ফ্রিল্যান্সার বলা হয়  (What Is Freelancing In Bangla)|


ফ্রিল্যান্সিং পেশায় কি কি কাজ করা যায়


 আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে অন্যের জন্য যে কাজগুলো করবেন তাই ফ্রিল্যান্সিং | এ কাজ বিভিন্ন প্রকার হতে পারে | নিচে আমি কতগুলো জনপ্রিয় কাজ উল্লেখ করলাম


  • গ্রাফিক্স ডিজাইন
  • ওয়েব ডিজাইন-ডেভেলপিং
  • ডিজিটাল মার্কেটিং
  • ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
  • এসইও
  • ডাটা এন্ট্রি


ফ্রিল্যান্সিং এ কি কাজ শিখব


আপনাকে সবসময় মনে রাখতে হবে একজন মানুষ কখনোই সব বিষয় শিখতে পারেনা | সবকিছুতে দক্ষ হতে পারেনা | ফ্রিল্যান্সিং(Freelancing) অনেক ধরনের কাজ রয়েছে | তাই আপনাকে প্রথমে চিন্তা করতে হবে আপনি কি পারেন, বা কোনটা পারবেন | কোন কাজটা আপনার জন্য ভালো হবে | তারপর কাজটা সিলেট করার পর সেটা নিয়ে কিভাবে কাজ করা যায় তা ঠিক করবেন | মনে রাখবেন আপনি যদি সব কাজ একসাথে শিখতে চান তাহলে আপনি সফল হতে পারবেন না |


কিভাবে ফ্রিল্যান্সিং এ কোন কাজে দক্ষতা অর্জন করবেন


 মনে করেন আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন যে আপনি ওয়েব ডিজাইন নিয়ে কাজ করবেন | এখন ফ্রীলান্সিং এর কোন বিষয়ে আপনি আপনার পড়াশোনার মধ্যে পাবেন না | এজন্য আপনাকে বিভিন্ন কোর্স সম্পন্ন করতে হবে | আপনি যদি ইউটিউবে সার্চ করেন ফ্রিল্যান্সিং ওয়েব ডিজাইন কোর্স, আপনি অনেক  কোর্স সম্পন্ন করার সেন্টার পাবেন বা আপনি চাইলে বিভিন্ন কোর্সের সিডিও পাওয়া যায় সেগুলো কিনে আপনি বাসায় বসে কোর্স সম্পন্ন করতে পারেন | শুধু কোর্স সম্পন্ন করলেই হবে না আপনাকে বিভিন্ন প্রজেক্টে কাজ করে অভিজ্ঞতা অর্জন করতে হবে | আপনি যদি ওয়েব ডিজাইন কোর্স সম্পন্ন করে লাইভ কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনার অনেক অভিজ্ঞতা বাড়ছে সাথে সাথে ফ্রিল্যান্সিংয়ে আপনি ভালো একটা ইনকাম করতে পারছেন |


কোথায় ফ্রিল্যান্সিং এ কাজ পাবেন


আপনি কি কাজ করবেন সেটা ঠিক করলেন | সেই কাজে কোর্স করে দক্ষতা অর্জন করলেন | এখন  আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনি কোথায় ফ্রিল্যান্সিংয়ের কাজ করবেন | ফ্রিল্যান্সিংয়ের কাজ(Freelancing works) করার জন্য অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে | যেমন ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, গুরু ইত্যাদি | এছাড়া কাজের উপর ভিত্তি করে অনেক আলাদা আলাদা প্ল্যাটফর্ম রয়েছে | আপনাকে সেখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে তারপর কাজ করতে হবে | কিন্তু আপনি যে জায়গা থেকে কোর্স করবেন তারাই আপনাকে সব শিখিয়ে দিবে | তাই আপনার এ নিয়ে চিন্তা করতে হবে না  |


ফ্রিল্যান্সিং এ কত টাকা ইনকাম করতে পারবেন


আপনি ফ্রিল্যান্সিং করে মাসে কত টাকা ইনকাম করবেন সেটা আগে থেকে আপনি ঠিক করতে পারবেন না | এটা নির্ভর করবে আপনার দক্ষতা ও কাজ করার উপর | আপনি যদি আপনার ক্লায়েন্টকে ভালো কাজ করে দিতে পারেন তাহলে আপনি রেগুলার কাজ ও ভালো ফিডব্যাক পাবেন | এতে করে আপনার ইনকাম বেশি হবে|


উপসংহার

সুতরাং আপনি ফ্রিল্যান্সিংয়ে (What Is Freelancing In Bangla) মুক্তভাবে কাজ করতে পারবেন | আর এ কাজে আপনি যত বেশি জ্ঞানী ও দক্ষ হবেন ততো বেশি ইনকাম করতে পারবেন | এখন আপনারাই ভালো বলতে পারবেন  যে ফ্রিল্যান্সিংকে আপনারা  আপনাদের ক্যারিয়ার হিসেবে নিতে পারবেন  কি পারবেন না |


এসইও সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ