গোপনীয়তা নীতিমালা

 

গোপনীয়তা নীতিমালা

এই আর্টিকেলে জান্নাত ব্লগ বিডি  ব্লগের গোপনীয়তা নীতিমালা (Privacy Policy) বর্ণিত হল। এটি সময়ের সাথে সাথে যেকোনো সময় হালনাগাদ করা যেতে পারে। এ সম্পর্কে আপনার/আপনাদের যেকোনো মতামত বা পরামর্শ জানাতে চাইলে ইমেইলে jannatulfardousmarin@gmail.com এড্রেসে যোগাযোগের জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

  • জান্নাত ব্লগ বিডি ব্লগের মাধ্যমে কোনও ইউজারের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো বাণিজ্যিক কাজে ব্যবহার করা আমাদের উদ্দেশ্য নয়।

  • ইমেইল সাবস্ক্রিপশন সেবার জন্য আমরা  গুগোল ফর্ম ব্যবহার করি। আমরা কখনোই স্প্যামিং করিনা। আমরা সব সময় ব্যবহারকারীদের তথ্যের সর্বোচ্চ সুরক্ষা দেয়ায় চেষ্টা করি। 

  • সাইটে যেসব বিজ্ঞাপন প্রদর্শিত হয়, সেগুলো সংশ্লিষ্ট কোম্পানিই সরবরাহ করে থাকে। নির্দিষ্ট কোনো বিজ্ঞাপন সম্পর্কে ফিডব্যাক দিতে চাইলে সাহায্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

  • এই ওয়েবসাইটে তথ্যসূত্র সরবরাহের উদ্দেশ্যে অন্যান্য ওয়েবসাইটের লিংক থাকতে পারে। বহিরাগত সাইট জান্নাত ব্লগ বিডি এর নিয়ন্ত্রণাধীন নয়।

  • সাইটে প্রত্যেকেই নিজ নিজ মন্তব্য ও পোস্ট/কনটেন্টের জবাবদিহিতা/কপিরাইট সংরক্ষণ করবেন। সাইট অ্যাডমিন চাইলে, কমিউনিটির স্বার্থে ক্ষতিকর/বিভ্রান্তিমূলক কনটেন্ট সম্পাদন করার অধিকার রাখেন।

  • আমরা এই ওয়েবসাইট ও এর সম্ভাব্য আওতাধীন সংশ্লিষ্ট অন্যান্য কনটেন্টের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকি। এ ব্যাপারে সবার সহযোগিতা একান্ত কাম্য। 

 

আমরা কারা

আমাদের ওয়েবসাইটের ঠিকানা: https://jannatblogbd.blogspot.com/ । আমরা একটি বাংলা ব্লগার । 


আমরা কোন ব্যক্তিগত তথ্য কেন সংগ্রহ করি 


সেরা অভিজ্ঞতা দিতে, আমরা দর্শকদের কিছু ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি। বিস্তারিত নিচে দেওয়া আছে.

মন্তব্য: যখন দর্শকরা সাইটে মন্তব্য করে তখন আমরা মন্তব্য ফর্মে দেখানো ডেটা এবং স্প্যাম সনাক্তকরণে সাহায্য করার জন্য ভিজিটরের আইপি ঠিকানা এবং ব্রাউজার ব্যবহারকারী এজেন্ট স্ট্রিং সংগ্রহ করতে পারি।আমরা দর্শকদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারি যারা সাইটগুলিতে মন্তব্য করে যেগুলি আমাদের Akismet বিরোধী স্প্যাম পরিষেবা ব্যবহার করে। আমরা যে তথ্য সংগ্রহ করি তা নির্ভর করে ব্যবহারকারী কীভাবে সাইটের জন্য আকিসমেট সেট আপ করেন, তবে সাধারণত মন্তব্যকারীর আইপি ঠিকানা, ব্যবহারকারী এজেন্ট, রেফারার এবং সাইট ইউআরএল অন্তর্ভুক্ত থাকে (সাথে মন্তব্যকারীর দ্বারা সরাসরি প্রদত্ত অন্যান্য তথ্য যেমন তাদের নাম, ব্যবহারকারীর নাম, ইমেল) ঠিকানা, এবং মন্তব্য নিজেই)। এই সাইটটি স্প্যাম কমাতে Akismet ব্যবহার করে।এই ওয়েবসাইটগুলি আপনার সম্পর্কে ডেটা সংগ্রহ করতে পারে, কুকি ব্যবহার করতে পারে, অতিরিক্ত তৃতীয়-পক্ষের ট্র্যাকিং এম্বেড করতে পারে এবং সেই এম্বেড করা সামগ্রীর সাথে আপনার মিথস্ক্রিয়া নিরীক্ষণ করতে পারে, যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে এবং সেই ওয়েবসাইটে লগ ইন করা থাকে তাহলে এমবেড করা সামগ্রীর সাথে আপনার মিথস্ক্রিয়া ট্রেসিং সহ। 


গুগল বিশ্লেষক

আমরা আমাদের ওয়েবসাইটে Google Analytics ব্যবহার করি।


বিজ্ঞাপন

আমরা আমাদের সাইটে Google AdSense বিজ্ঞাপন ব্যবহার করি।

আমাদের যোগাযোগের তথ্য

আপনি যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনুগ্রহ করে আমাদের ইমেল করুন:jannatulfardousmarin@gmail.com


আমরা কিভাবে আপনার ডেটা রক্ষা করি


আমরা শক্তিশালী শংসাপত্র এবং একটি মাল্টিফ্যাক্টর প্রমাণীকরণ সিস্টেম ব্যবহার করে আপনার ডেটা সুরক্ষিত করি।


ধন্যবাদান্তে,

জান্নাত ব্লগ বিডি 









একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ